আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

21-02-21 admin 0 comment

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয়। করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি বিবেচনায় রেখে স্বল্প সংখ্যক শিক্ষক-কর্মকর্তা রবিবার সকালে র‌্যালী সহকারে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। দীর্ঘ লাইনে দাড়িয়ে অপেক্ষার পর শহীদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন তারা। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাড়িয়ে থাকেন শিক্ষক-কর্মকর্তারা।

পুস্পস্তবক অর্পণ কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ করম নেওয়াজ, আইন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রফিকুল আলম, বাংলা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ড. কৃষ্ণা ভদ্র, সিনিয়র সহকারী রেজিস্ট্রার আবু মুহাম্মদ মুকাম্মেল উপস্থিত ছিলেন।