আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

23-02-22 admin 0 comment

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি ২০২২ইং তারিখ গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আবুল হোসেন।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ শিক্ষকদের সমবেত কন্ঠে এই গানটি পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এরপর আলোচনা পর্বে বক্তব্য রাখেন প্রধান আলোচক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসাইন। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন- ভাষা শহীদরা একটি স্বপ্ন নিয়ে গণ মানুষের জন্য জীবন দিয়েছিলেন। সারা বিশ্ব এখন এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে। এটা আমাদের জন্য অনেক গর্বের। কিন্তু তারপরও বাংলা ভাষাকে আমরা সে অর্থে ভালোবাসতে পারিনি। আজো অবধি সর্বোস্তরে বাংলা ভাষার ব্যবহার চালু করা সম্ভব হয়নি। ক্রমাগতভাবে ভাষার বিকৃতি হচ্ছে, শব্দের অপপ্রয়োগ হচ্ছে। ভাষার অবমাননা মানে মনুষ্যত্বের অবমাননা উল্লেখ করে তিনি আরো বলেন, মৌলিক ভাষাকে ভালভাবে আয়ত্ত করতে না পারলে কোন ভাষাকে আয়ত্ত করা সম্ভব নয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার ও শিক্ষকগণ। সবশেষে সঙ্গীত পরিচালক এনায়েত-এ মওলা জিন্নাহ-এর পরিচালনায় দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।