গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম

02-07-21 admin 0 comment

গণ বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে ৩০ জনু, ২০২১ ইং তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামিমা বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলামকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অ্যাডভোকেট আবদুল হামিদ তাঁকে আগামী চার বছরের জন্য গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছেন। অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম ২০০৮ সাল থেকে গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে গেস্ট প্রফেসর হিসেবেও শিক্ষকতা করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালক হিসেবে দায়িত্বপালনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে কর্মরত ছিলেন। অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।