গণ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু আন্ত: বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পের ফুটবল খেলা শুরু

05-03-20 admin 0 comment

????????????????????????????????????

‘বঙ্গবন্ধু আন্ত: বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২০’ এর ফুটবল খেলা গণ বিশ্ববিদ্যালয় ভেন্যুতে শুরু হয়েছে। ৫ মার্চ, ২০২০ বৃহস্পতিবার গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের ফুটবল, ভলিবল, কাবাডি খেলার ভেন্যু উদ্বোধন করেন গণ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. দেলওয়ার হোসেন। গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী ও ক্রীড়া কমিটির সভাপতি রফিকুল আলম এসময় উপস্থিত ছিলেন।

ফুটবল আসরের প্রথম দিনে গণ বিশ্ববিদ্যালয়ে চারটি খেলা অনুষ্ঠিত হয়। সকালে দিনের প্রথম ম্যাচে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪-০ গোলে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ইউনিভার্সিটিকে পরাজিত করে। অন্যদিকে ৪ মার্চ বিজেএমইএ বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেয়েদের হ্যান্ডবলে ২৪-০ গোলে বিজেএমইএকে হারায় গণ বিশ্ববিদ্যালয়।

সোনার বাংলা গড়তে হলে, সোনার মানুষ চাই এই প্রতিপাদ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে দ্বিতীয় বারের মতো বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ-২০২০ শুরু হয়েছে। ১০২টি বিশ্ববিদ্যালয়ের ৬০,০০০ এর অধিক ক্রীড়াবিদ এতে অংশগ্রহণ করছেন।