নজরুল পুরস্কারে ভূষিত হওয়ায় অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীকে গণ বিশ্ববিদ্যালয়ের অভিনন্দন

31-05-22 admin 0 comment

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী নজরুল চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি কর্র্তৃক প্রবর্তিত নজরুল পুরস্কার-২০২২ এ ভূষিত হওয়ায় বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। ৩১.০৫.২০২২ইং তারিখে বিশ^বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আবুল হোসেন এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় বলা হয়, অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী কথা সাহিত্য দিয়ে লেখালেখি জীবন শুরু করলেও প্রবন্ধ রচনায় এবং গবষেণায় অতি প্রসিদ্ধ ও সমাদৃত। এরিস্টটল, শেক্সপিয়ারসহ একাধিক বিশ^ ইতিহাস ও সাহিত্যের দিকপালের পাশাপাশি বাংলা ভাষার কবি, সাহিত্যিক রবীন্দ্রনাথ ও নজরুলের মতো বিখ্যাত কবি সাহিত্যিককে নিয়ে তাঁর গবেষণা রয়েছে। বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকর কাজী নজরুল ইসলামকে নিয়ে ‘নজরুলকে চিনতে যাওয়া’, নজরুল ইসলামের সাহিত্যজীবনসহ তাঁর রচিত একাধিক বই নজরুল ভক্তদের কাছে এক নতুন দিশার মতো। লেখক, প্রাবন্ধিক ও শিক্ষক অধ্যাপক ড. সিরাজুল ইসলামের এ প্রাপ্তি শিক্ষানুরাগী ও নবীন গবেষকদের মধ্যে কবি সাহিত্যিকদের নিয়ে কাজ করার প্রেরণা যোগাবে বলেও প্রত্যাশা করা হয়।