প্রোগ্রাম অবৈধ ঘোষণা করায় ইউজিসি’কে গণ বিশ্ববিদ্যালয়ের উকিল নোটিশ

29-06-19 admin 0 comment

 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক গত ১৮.৬.২০১৯ ইং তারিখে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রদত্ত ‘গণ বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা সংক্রান্ত গণ বিজ্ঞপ্তি’ এর বিরুদ্ধে আইনগত নোটিশ প্রদান করেছে গণ বিশ্ববিদ্যালয়। নোটিশে উল্লেখ করা হয়েছে যে, গত ১৬.১১.১৯৯৫ সালে গণ বিশ্ববিদ্যালয় নামক একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তৎকালীন Private University Act, 1992 (Act No. 34) এর অধীনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নিকট আবেদন করা হয়। তার পরিপ্রেক্ষিতে গত ১৯.১১.১৯৯৫ ইং তারিখে বিমক/সাঃ/২৯৩/৯৫-২২৪৩ নং মেমো সংশ্লিষ্ট পত্র মারফতে বিশ্ববিদ্যালয় মঞ্চুরী কমিশন গণ বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেয়। এরপর শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য আবেদন করা হলে ১৪/১৩ বেঃ বি-১/৯৫/১২৫ শিক্ষা মেমো নং সংশ্লিষ্ট পত্র মারফতে শিক্ষা মন্ত্রণালয়ও অনুমোদন দেয়। গণ বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেওয়ার সময় ইউজিসি স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের অধীন এমবিবিএস, বিডিএস ও ফিজিওথেরাপি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে বিবিএ ও পরিবেশ বিজ্ঞানের অনুমোদন দেয়। কিন্তু ২৬. ৪.২০১৭ ইং তারিখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন গণ বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস, বিডিএস, ফিজিওথেরাপি, বিবিএ ও পরিবেশ বিজ্ঞান কোর্স সমূহের অনুমোদন নেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে। উক্ত বিজ্ঞপ্তির বিরুদ্ধে গণ বিশ্ববিদ্যালয় মহামান্য হাইকোর্টে গত ২৯.৫.২০১৭ ইং তারিখে একটি রিটি পিটিশন (২০১৭ এর ৭১৯৬ নং) দায়ের করে এবং উক্ত রিট মামলার উপর ভিত্তি করে হাইকোর্ট ডিভিশন ইউজিসি কর্তৃক প্রদত্ত নোটিশের উপর স্থগিতাদেশ আরোপ করে। যা সর্বশেষ গত ২৬.১১.২০১৮ ই তারিখে পুনরায় বর্ধিত করা হয় এবং এই স্থগিতাদেশ আগামী ২৫.১১.২০১৯ পর্যন্ত কার্যকর থাকার আদেশ দেয়া হয়।
উকিল নোটিশে উল্লেখ করা হয়েছে মহামান্য হাইকোর্ট ডিভিশনে চলমান একটি মামলাকে জড়িয়ে এবং গণ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ইউজিসি গত ১৮.৬.২০১৯ তারিখে পত্রিকাতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। যাতে উল্লেখ করা হয় গণ বিশ্ববিদ্যালয়ের উপরোক্ত বিষয় সমূহের অনুমোদন নেই এবং এই বিষয়ে হাইকোর্ট ডিভিশনে পরিচালিত মামলা ভ্যাকেট হয়ে গেছে , যা মূলত মিথ্য ও বানোয়াট একটি বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি আদালত অবমাননার শামিল এবং বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্যই এটি করা হয়েছে। ইউজিসিকে এই আইনগত নোটিশ প্রাপ্তির দুই দিনের মধ্যে প্রদত্ত বিজ্ঞপ্তি ভুল ছিল মর্মে উল্লেখ করে উপরোক্ত বিষয়সমূহ অনুমোদিত বলে নতুন করে একটি বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অনুরোধ করা হয়। যার ব্যত্যয় হলে আদালত অবমাননা মামলা দায়ের করা হবে এবং এর ফলশ্রুতিতে পরবর্তী সকল ফলাফলের জন্য ইউজিসি দায়ী থাকবে।