ফুটবলের পর বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প ক্রিকেটে গণ বিশ্ববিদ্যালয়ের নারী দল চ্যাম্পিয়ন

16-04-19 admin 0 comment

ফাইনালে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়কে ২৭ রানে হারিয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গণ বিশ্ববিদ্যালয় নারী দল। এর আগে নারী দল ফুটবলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ৭-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আজ সোমবার ১৫ এপ্রিল দুপুরে সাভার ড্যাফোডিল ইউনিভার্সিটির খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে গণ বিশ্ববিদ্যালয় ১৮৯ রান সংগ্রহ করে। গণ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছন্দা ও সাবিনা অর্ধশতক হাকান। পরে ব্যাট করতে নেমে সাউথইস্ট ইউনিভার্সিটি এক ওভার বাকি থাকতেই ১৬২ রানে অলআউট হয়ে যায়। গণ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছন্দা, সাবিনা ও অন্তু ৩টি করে উইকেট লাভ করেন। খেলাশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সভাপতি নাজমুল হাসান পাপন এমপি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

উল্লেখ্য যে, বিগত ২৯ মার্চ প্রথমবারের মত আয়োজিত এই প্রতিযোগিতা উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। সারাদেশ থেকে মোট ৬৫ টি বিশ্ববিদ্যালয়ের ছেলে এবং মেয়েদের মধ্যে ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, ক্রিকেটসহ মোট ১০ টি ইভেন্টে এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। গণ বিশ্ববিদ্যালয় ৭টি ইভেন্টে অংশগ্রহণ করে ইতিমধ্যে মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়ন এবং ছেলেদের ফুটবল ও মেয়েদের হ্যান্ডবলে ফাইনালে উন্নীত হয়েছে।