বিজয় দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

23-12-18 admin 0 comment

মহান বিজয় দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর, সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন ড. হাসিন অনুপমা আজহারী, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদা আদিব খানম, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ। বক্তরা বলেন- যে মহাত্ম ও উদ্দেশ্য নিয়ে মুক্তিযোদ্ধারা এ দেশটাকে স্বাধীন করেছিল তাদের সে উদ্দেশ্য সফল করতে শুধু দিবসগুলোতে নয় সারা বছর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। বর্তমান সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে বলা যায় পাকিস্তানের তুলনায় বাংলাদেশ এখন অনেক এগিয়ে। তারপরও বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে যখন হাসি ফুটবে তখনই এদেশে সত্যিকারের স্বাধীনতা আসবে। পরে শিক্ষার্থীদের কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাদের ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে ৬জন শিক্ষার্থী তাদের অভিব্যক্তি ব্যক্ত করেন। পরে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পরিচালক এনায়েত-এ-মওলা জিন্নার পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এতে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নাচ পরিবেশন করেন।

এছাড়া ১৬ ডিসেম্বর, বিজয় দিবসের সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ র‌্যালী নিয়ে জাতীয় স্মৃতিসৌধে সমবেত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।