স্বাস্থ্য বিধি মেনে আগামী ৪ অক্টোবর থেকে গণ বিশ্ববিদ্যালয়ে স্ব-শরীরে শিক্ষা কার্যক্রম শুরু একাডেমিক কাউন্সিল সভায় সিদ্ধান্ত

29-09-21 admin 0 comment

সাভার গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি মেনে স্ব-শরীরে শিক্ষা কার্যক্রম আগামী ৪ অক্টোবর, ২০২১ইং তারিখ (সোমবার) থেকে শুরু হচ্ছে। ২৯সেপ্টেম্বর ২০২১ইং তারিখে (বুধবার) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২০তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। সভায় সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে, সামজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে অবস্থান নিশ্চিত, শিক্ষক ও শিক্ষার্থীদের বাধ্যতামূলক মাস্ক পরিধানসহ করোনা ভাইরাস সংক্রমণরোধে সার্বিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া সভায় বিগত একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী পর্যালোচনা, এপ্রিল-২০২১ সেশনের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল ও ফার্মেসী বিভাগের বি.ফার্ম কোর্স জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর সেমিস্টারে পরিচালনার অনুমোদন দেয়া হয়।

একাডেমিক কাউন্সিলের সদস্য গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সভাপতি ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক আলতাফুন্নেসা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর, গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. এস. তাসাদ্দেক আহমেদ, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীন ডা. মো. ইকবাল হোসেন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক মোতাহার হোসেন মন্ডল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক মোঃ করম নেওয়াজ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন মোঃ রফিকুল আলমসহ একাডেমিক কাউন্সিলের সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি এবং উন্নয়ন ও তদারকি কমিটির সভাপতি ডা. জাফরুল্লাহ্ চৌধুরী জুমের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।