গণ বিশ্ববিদ্যালযের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন
গণ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খ্যাতিমান পদার্থ বিজ্ঞানী অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এর আদেশক্রমে অধ্যাপক ড. মোঃ আবুল হোসেনকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। ১১.০৪.২০২৩ইং তারিখ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব ড. মো: ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায়। এতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর, গণ বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভাইস-চ্যান্সেলর পদে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে চার বছর।
উল্লেখ্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বিভাগীয় প্রধান, ডীন, সিন্ডিকেট, সিনেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দেশের খ্যাতিমান এই পদার্থ বিজ্ঞানী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন এবং দেশি বিদেশি জার্নালে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ রয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। তিনি ইতিপূর্বে ১৩.১২.২০২১ইং তারিখে গণ বিশ্ববিদ্যারয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং বিগত ০১.০২.২০২২ইং তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।