গণ বিশ্ববিদ্যালয়ের ১৯তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
সাভার গণ বিশ্ববিদ্যালয়ের ১৯তম একাডেমিক কাউন্সিল সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে ৩১ মে ২০২১ ইং তারিখে (সোমবার) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। সভায় বিগত একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, ইউজিসির নির্দেশনা মোতাবেক পরীক্ষা গ্রহণের নীতিমালা অনুযায়ী অক্টোবর-২০২০ সেশনের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল অনুমোদন, অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা গ্রহণের নীতিমালা প্রণয়ন সংক্রান্ত গঠিত কমিটির রিপোর্ট অনুমোদনসহ বেশ কিছু প্রোগ্রামের সংশোধিত সিলেবাস অনুমোদন দেয়া হয়।
একাডেমিক কাউন্সিলের সদস্য ঢাকা-২০আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজীর আহমেদ, গনস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সভাপতি ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক আলতাফুন্নেসা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীর, বিশ্বদ্যিালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. দেলওয়ার হোসেন,স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীন ডা. মো. ইকবাল হোসেন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক মোতাহার হোসেন মন্ডল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক মোঃ করম নেওয়াজ , কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন মোঃ রফিকুল আলম, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি এবং গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সন্ধ্যা রায়, গনস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসাপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মেসবাহ উদ্দিন আহমেদ,গনস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী ডা. মনজুর কাদির আহমেদ,বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস. তাসাদ্দেক আহমেদ,পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলীও প্রক্টর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অধ্যাপক ড. মোঃ জিয়াউল আহসানসহ একাডেমিক কাউন্সিলের সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। এছাড়া গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি এবং সাবেক উপাচার্য ডা. আবুল কাসেম চৌধুরী জুমের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।