গণ বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রস্তাব লেখা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।
১৬ জানুয়ারি ২০২৩ সোমবার গণ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. ফুয়াদ হোসেন এবং সিএমআর এর রিসার্চ এসোসিয়েট ডাঃ সমর কুমার হোড়। এতে বিভিন্ন বিভাগের ২৫ জন শিক্ষক অংশ নেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা চারটি গবেষণা প্রস্তাব প্রস্তুত করেন, যা আগামীতে প্রকল্প আকারে উপস্থাপনের সিদ্ধান্ত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, ট্রেজারার অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক মোঃ করম নেওয়াজ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন মোঃ রফিকুল ইসলাম, রিসার্চ এর পরিচালক তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।