ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর রোগমুক্তি কামনা গণ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল
বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দোয়ার আহবান জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয় পরিবার। ১০.০৪.২০২৩ইং তারিখ রোজ সোমবার গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আবুল হোসেন, গণ বিশ্ববিদ্যালয়ের পক্ষে দেশবাসীর নিকট গণমানুষের বন্ধু ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন এবং ডা. জাফরুল্লাহ্ চৌধুরী যেন দ্রুত সুস্থ্য হয়ে তাঁর কর্মময় জীবনে ফিরে আসেন সেই কামনা করেন। অনন্য দেশপ্রেমিক, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর রোগমুক্তি কামনায় এসময় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদসহ বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ এতে উপস্থিত ছিলন।
গণ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও তদারকি কমিটির সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত কয়েকদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। বর্তমানে তিনি ঢাকাস্থ ধানমন্ডি নগর হাসপাতালে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক বি: জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব:) এর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।