মহান বিজয় দিবস গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা
গণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর, বিজয় দিবসের সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ র্যালী নিয়ে জাতীয় স্মৃতিসৌধে সমবেত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন। গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. ফুয়াদ হোসেন, মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান মো: শাহ আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটিতে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।