অধ্যাপক ড. এম ইকবাল জুবেরী স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে শোকসভা

12-02-19 admin 0 comment

গণ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল জুবেরী স্মরণে ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক লায়লা পারভীন বানু।

শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফরিদা আদিব খানম, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মেসবাহ-উসসালেহীনসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ। বক্তরা বলেন- ড. এম ইকবাল জুবেরীর রয়েছে বর্নাঢ্য কর্মময় জীবন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও গণ বিশ্ববিদ্যালয় ছাড়াও বিদেশী বিশ্ববিদ্যালয়ে তিনি নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেছেন। গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি গবেষণা সেলের পরিচালক হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মানুষ হিসেবে ছিলেন কর্মচঞ্চল ও স্বল্পভাষী। তার মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয় এবং গণস্বাস্থ্য কেন্দ্র একজন একনিষ্ঠ শিক্ষক, শিক্ষানুরাগী ও গবেষককে হারালো। পরে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।