অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে স্মরণ সভা

30-06-19 admin 0 comment

গণ বিশ্ববিদ্যালয়ে প্রখ্যাত নাট্যকার ও অভিনয় শিল্পী অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন, ২০১৯ তারিখে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডীন অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী, গণ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী ও সঙ্গীত পরিচালক এনায়েত-এ মওলা জিন্নাহ।

সভায় বক্তরা বাংলাদেশের নাট্যাঙ্গনে অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ এর ভূমিকা ও শিক্ষক হিসেবে তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তরা বলেন- তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না অনেকের অভিভাবকও ছিলেন। সর্বদা সত্যাশ্রয়ী এই মানুষটি বাংলাদেশের ভাষা আন্দোলনে ভূমিকা রাখেন। পাকিস্তানের সরকারি কলেজের শিক্ষক হওয়া সত্ত্বেও ১৯৭১ সালের ৭ মার্চের পর চট্টগ্রামের মানুষকে যুদ্ধে উজ্জীবিত করতে ব্যাপক ভূমিকা রাখেন মমতাজউদ্দীন আহমদ। এছাড়া স্বাধীনতা পরবর্তী সময়ে নাটকের মাধ্যমে এরশাদ সরকারের বিরুদ্ধে তার যে বলিষ্ঠ প্রতিবাদ তা চিরদিন বাঙালীকে মুক্তির পথ দেখাবে।