গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক হোসনে আরা শাহেদের মৃত্যুতে শোক

12-07-22 admin 0 comment

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক হোসনে আরা শাহেদের মৃত্যুতে শোকাহত গণ বিশ্ববিদ্যালয় পরিবার। গত ৭ জুলাই রাজধানীর ধানমন্ডিতে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যাপক হোসনে আরা শাহেদ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আবুল হোসেন ও রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ এক শোক বার্তায় বলেন, ট্রাস্টি বোর্ডের একজন সক্রিয় সদস্য হিসেবে অধ্যাপক হোসেন আরা শাহেদ তাঁর জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতার আলোকে নানা পরামর্শ দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনায় ও বিভিন্ন সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয় একজন পথ প্রদর্শককে হারালো। বিশ্ববিদ্যালয়ের এ ক্ষতি পূরণ হওয়ার নয়। শোকবার্তায় মরুহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

অধ্যাপক হোসনে আরা শাহেদ দীর্ঘ ৪০ বছর রাজধানাীয় শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। সাহিত্যিক হোসনে আরা শাহেদের রচিত নিহত আগন্তুক, স্মৃতিময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৫০টি গ্রন্থ পাঠক মহলে ব্যাপক সমাদৃত। অধ্যাপক হোসেন আরা শাহেদ কলামিস্ট হিসেবেও বেশ সুখ্যাতি অর্জন করেন। বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটিসহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আজীবন সদস্য ছিলেন। ২০০০ সাল থেকে গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯বছর।