গণ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

09-08-23 admin 0 comment

গণ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। ০৯.০৮.২০২৩ইং তারিখ বুধবার বেলা ১১ টায় একাডেমিক ভবন মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, সঙ্গীত বিভাগের পরিচালক এনায়েত-এ মওলা জিন্নাহ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। বক্তরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা খুবই গুরুত্বপূর্ণ। গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় অংশগ্রহণে জোর দিয়ে থাকে।

প্ের তিনদিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতার রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, দেশাত্ববোধক, আধুনিক, লোকসঙ্গীত ও নৃত্যে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ৩টি ইভেন্টে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাফসাত তাইয়ুস। বিভিন্ন অনুষদের ডীন ও শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন। এসব প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সঙ্গীত জগতের বরেণ্য ব্যক্তিত্ব মো: খুরশীদ আলম, লোকসঙ্গীত শিল্পী আকরামুল ইসলাম, নৃত্যশিল্পী ড. সোমা মমতাজ ও প্রান্তিক দেব।