গণ বিশ্ববিদ্যালয়ে টিচিং লার্নিং এবং অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

07-03-24 admin 0 comment

সাভার গণ বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের উদ্যোগে নুতন যোগদানকৃত শিক্ষকদের জন্য “টিচিং লার্নিং এবং অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি” (Workshop on Teaching Learning and Assessment Strategies) শীষর্ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০৫ মার্চ, ২০২৪ মঙ্গলবার আইকিউএসি’র সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ।
বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সাবেক সদস্য ও গুণমান নিশ্চিতকরণ বিশেষজ্ঞ অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী মূল বক্তা হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন। তিনি ব্লুমস ট্যাক্সনমি (Bloom’s Taxonomy) বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (Bangladesh National Qualification Framework) বিষয়ে প্রশিক্ষণ দেন। সম্প্রতি যোগদানকৃত ৫০জন শিক্ষক এতে অংশগ্রহণ করেন। পাঠদানে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।