গণ বিশ্ববিদ্যালয়ে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে সাহিত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

18-02-19 admin 0 comment

গণ বিশ্ববিদ্যালয়ে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ‘হৃদয়ে বায়ান্ন’ শিরোনামে সাহিত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। গণ বিশ্ববিদ্যালয়ের অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদ এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, বিশেষ অতিথি গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং প্রধান আলোচক ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা। গণ বিশ্ববিদ্যালয়ের অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদের সভাপতি হোসাইনুল আরেফিন সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অরুপ দাস শ্যাম।

ডা. জাফরুল্লাহ চৌধুরী তার বক্তব্যে বলেন- ‘ভাষার অধিকার মানে নিজ ভাষায় কথা বলার অধিকার শুধু নয়, নিজের সংস্কৃতিকে জানার অধিকার। শুধু ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণ এখন লোক দেখানো হয়ে গেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে বাংলা ভাষাকে জানতে হবে, শিখতে হবে ও সম্মান করতে হবে। সর্বোপরি একুশের চেতনাকে হৃদয়ে লালন করতে হবে।’ এছাড়া দৈনিক পত্রিকার সব পাতায় বাংলা তারিখের ব্যবহাররের আহবান জানান তিনি। পরে অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদের সদস্যদের অংশগ্রহণে ভাষার গান, নাচ, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশন করা হয়।