গণ বিশ্ববিদ্যালয়ে মেয়েদের কাবাডিতে চ্যাম্পিয়ন সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ

20-03-22 admin 0 comment

গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর মেয়েদের কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ। ২০ মার্চ, ২০২২ইং তারিখ রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আইন বিভাগ এবং সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে আইন বিভাগকে ৪৮/৯ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের মেয়েরা। একই দিনে অনুষ্ঠিত ছেলেদের কাবাডিতে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগকে ৪৭/৩৫ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফার্মেসী বিভাগের ছেলেরা। মেয়েদের কাবাডিতে মোট ৯টি দল এবং ছেলেদের কাবাডিতে ১২টি দল অংশ নেয়।

৯ মার্চ, ২০২২ইং তারিখে শুরু হওয়া এ বারের আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি (ছাত্র-ছাত্রী), ভলিবল (ছাত্র-ছাত্রী) এবং ক্রিকেট (ছাত্র-ছাত্রী) এই তিনটি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হচ্ছে। আন্ত: বিভাগ ভলিবল নক-আউট পদ্ধতিতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কাবাডি খেলা আন্তর্জাতিক এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নিয়মানুযায়ী ও ক্রিকেট প্রতিযোগিতা আইসিসি এবং বিসিবির নিয়মানুযায়ী অনুষ্ঠিত হচ্ছে।