গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের ৪৫তম সভা অনুষ্ঠিত

16-01-22 admin 0 comment

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের ৪৫তম সভা ১৬ জানুয়ারি, ২০২২ইং তারিখ রবিবার ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ড সভাপতি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।
সভায় ট্রাস্টি বোর্ডের ৪৪তম সভার কার্যবিবরণীর উপর আলোচনা ও অনুমোদন, ১১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন, অর্থ কমিটি ও সিন্ডিকেট সভার সুুপারিশ মোতাবেক ২০১৯-২০২০ অর্থ বছরের হিসাব নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন, ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট অনুমোদনসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়। সভার শুরুতে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপÍ গণ বিশ্ববিদ্যাণয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আবুল হোসেন ট্রাস্টি বোর্ড সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক হোসনে আরা শাহেদ, অধ্যাপক আলতাফুন্নেসা, অধ্যাপক ডা. আবুল কাশেম চৌধুরী, অধ্যাপক দিলারা চৌধুরী, ডা. জাফরুল্লাহ্ চৌধুরী এবং অনলাইনে ড. সালেহ্ উদ্দিন আহমেদ, বিচারপতি আব্দুর রউফ, ওয়ালিউল ইসলাম, অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী ও শিরিন পারভীন হক উপস্থিত ছিলেন। এছাড়া সভায় গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক উপস্থিত ছিলেন।