বিজয় দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

29-12-22 admin 0 comment

মহান বিজয় দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর, ২০২২ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো: আমির হোসেন। প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন- বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে বড় শক্তি হিসেবে কাজ করেছে এ দেশের জনগণের অদম্য স্পৃহা। আর জনগণের এ স্পৃহা তৈরির পেছনে মহানায়ক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আরো বলেন-স্বাধীন বাংলাদেশে আমাদের প্রাপ্তি অনেক। তবে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরে দেশের মানবসম্পদকে শিক্ষা ও প্রশিক্ষনের মাধ্যমে প্রকৃত অর্থেই সম্পদে পরিণত করতে হবে। গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন মো: রফিকুল আলম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক মো: করম নেওয়াজ, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. মো: জহিরুল ইসলাম খান, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ এবং গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মনজুর কাদির আহমেদ। পরে সঙ্গীত পরিচালক এনায়েত-এ মওলা জিন্নাহ এর পরিচালনায় শিক্ষার্থীরা দেশাত্মবোধক ও স্বাধীন বাংলা বেতারের গান পরিবশেন করেন।